আত্মা কি? আত্মার কাজ কি? আত্মাকে অস্বীকার করে কি বেঁচে থাকা যায়? শরীরের যে অংশে স্বপ্ন এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে তথ্য নিয়ে আসে তাকেই আত্মা বলে। আত্মার কাজই হচ্ছে যা কিছু অদৃশ্য আছে তাকে দৃশ্যমান জগতে নিয়ে আসা এবং ভারসাম্য রক্ষা করতে সাহায্য করা। পৃথিবীতে নতুন জ্ঞান যুক্ত করা এবং পুরানো জ্ঞানের জঞ্জাল মুক্ত করার কাজ করে আত্মা। পৃথিবীতে ভারসাম্য সৃষ্টিতে দিনরাত অবিরাম কাজ করে যায় আত্মা। শরীর মন এক সময় বিশ্রাম নেয়, ঘুমিয়ে পড়ে । আত্মা ঘুমায় না , বরং শরীর ঘুমিয়ে পড়লে আত্মা শরীর ছেড়ে বাইরে বের হয়ে আসে। তার কাজের পরিধি শরীর ছাড়িয়ে পৃথিবীময় বিস্তৃত।
"You'll never know a thing without learning it from someone else." ----- Unknown যে কোন প্রকার সমস্যা অথবা ফাঁদ থেকে বের হয়ে আসার উপাই হচ্ছে সেই ফাঁদটিকে বিশ্লেষণ করা, জানা এবং বোঝা। ভেতর এবং বাইরে থেকে যে কোন সমস্যার কারন ধরতে পারলে, এর থেকে বের হওয়া সহজ হয়। মাদক যেহেতু শরীর, মন, আত্মাকে একই সাথে আক্রমণ করে এবং অন্ধকারের কালো চাদরে আচ্ছন্ন করে রাখে। তাই নেশার অন্ধকার থেকে মুক্ত হতে একটি আত্মিক বা আধ্যাত্মিক আলোর দরকার পড়ে। মাদকের কবল থেকে সাময়িক মুক্তি যে কোন ভাবে সম্ভব তবে স্থায়ীভাবে মুক্ত হতে হলে আত্মার বা আধ্যাত্মিকতার পথের কোন বিকল্প নাই। কারন আধ্যাত্মিকতার পথ হচ্ছে - আলোর পথ, চীরতরে নেশার জগতকে বিদায় জানানোর পথ, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের পথ। এখানে নেশার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার কিছু আধ্যাত্মিক চিকিৎসার কথা বলবো, যেগুলো প্রয়োগ করে ইতিহাসে হাজার হাজার মানুষ মুক্তি পেয়েছে এবং আমি নিজে নেশার কবল থেকে মুক্ত হতে পেরেছি; আশাকরি আপনিও ...
ছবি ঃ শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্ত জাইগোট থেকে পূর্ণ বাচ্চা এই লেখাটির শেষ পর্যন্ত পড়লে যে তথ্যগুলো আপনার কাছে স্পষ্ট হবে ১। শরীর মন আত্মা কি ? তাদের অস্তিত্বের সূচনা । ২। শরীর-মন-আত্মা কি কি ভাবে একটার থেকে আর একটা আলাদা ? ৩। শরীর – মন- আত্মা সম্পর্কিত জ্ঞান লাভের প্রয়জনিয়তা এবং উপকারিতা পরিবেশ , সময় এবং সামাজিক নানান প্রথার শর্ত মেনে কোন এক শুভ ক্ষণে আপনার, আমার এবং অন্য সকলের জন্মের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই পৃথিবীতে । ডিম্বাণু নিষিক্ত হওয়ার ৪০ দিনের মাথায় আত্মা এসে যখন শরীরে প্রবেশ করেছিল, তখনই শুরু হয়েছিল হৃৎপিণ্ডের ডুব-ডাব শব্দ । প্রথমবারের মত টের পেয়েছিলাম আত্মা আর শরীরের অস্তিত্ব। এর পরে পৃথিবীতে এসে কান্নার মাধ্যমে দেখা পেয়েছিলাম মনের । অর্থাৎ পৃথিবীতে আসার সিরিয়াল ছিল আত্মা – শরীর – মন । দুনিয়াক থেকে বিদায় নেয়ার সময়ও সিরিয়াল হবে আত্মা-শরীর-মন। তবে স্বভাবতই পৃথিবী...
Comments
Post a Comment