Disclaimer


 English 
This website is owned by Md. Tawhidur Rahman (Roney).
 Just viewing  this website or anything made available on or through this website, including but not limited to my PROGRAMS, PRODUCTS, SERVICES, GIFTS, E-BOOKS, VIDEOS, WEBINARS, BLOG POSTS, E-NEWSLETTERS, CONSULTATIONS, E-MAILS, SOCIAL MEDIA AND/OR OTHER COMMUNICATION you are agreeing to accept all parts of this Disclaimer. Thus, if you do not agree to the Disclaimer below, STOP now, and do not access or use this Website in future.

1. For the purpose of  Education, Information, and spread of New Idea only:  

The information is provided and will be provided in or through this Website for educational and informational purposes only and solely as a self-help tool for your own use. For those who love to think out of the box
2. This is Not Medical Advice:  

I am not a medical doctor. The information contained in this Website is not intended to be a substitute for health and medical care that can be provided by your own physician / medical doctor. Md. Tawhidur Rahman (Roney) is not liable for how you use and implement the information you receive. You should always consult with your physician before starting a fitness regimen, adding supplements to your diet regimen, or any other changes that can affect your medications or treatment plan.
3. Please take your Personal Responsibility:   

You
came to this website with your own desire and aim to give accurate information through our Website or any other tools of communication. You acknowledge that you are participating voluntarily in using our Website and that you are solely and personally responsible for your choices, actions, and results, now and in the future. You accept full responsibility for the consequences of your use, or non-use, of any information provided on or through this Website, and you agree to use your own judgment and due diligence before implementing any idea, suggestion or recommendation from my Website to your life, family or business.
4. No Guarantees:  

My role is to support and assist you in reaching your own goals, but your success depends primarily on your own effort, motivation, commitment, and follow-through. I cannot predict and I do not guarantee that you will attain  the particular result and you accept and understand that results differ for each individual. Each individual’s results depend on his or her unique background, dedication, desire, motivation, actions, and numerous other factors. You fully agree that there are no guarantees as to the specific outcome or results you can expect from using the information you receive on or through this Website.
5. Difference between Islamic Scholar and an Inviter:  
I am not an Islamic scholar but an inviter towards truth. what I expressed here is my own experience throughout my theist to atheist then again  theist journey. Anything which is correct from Allah and anything which is not correct is from me and evil. I have tried to give the reference as much as possible. If Anybody will asking me any question regarding what I mentioned here  I take full responsibility to give the answer with reference and analogy. May Allah guide us all and give a proper understanding of our religion!
বাংলা 
এই ওয়েব সাইটের মালিক মোঃ তৌহিদুর রহমান (রনি ) ,
এই ওয়েবসাইটের  মাধ্যমে অথবা এর অন্যান্য যোগাযোগ মাধ্যমে  যারা প্রদত্ত সেবা , পণ্য, উপহার, ই-বুক, ভিডিও , ব্লগ পোষ্ট, নিউজলেটার , সোশ্যালমিডিয়া সেবা নিবেন তারা সকলে এই শর্তগুলোর  আওতাই পড়বেন ।  আপনি যদি এই শর্তগুলোর সাথে একমত না হন, তাহলে এখনই পড়া বন্ধ করুন আর কখনই এই ওয়েবসাইটে প্রবেশ করবেন না।   
১। শিক্ষা, নতুন চিন্তা এবং নতুন তথ্যদানের উদ্দেশ্যে নির্মিতঃ  
এই ওয়েব সাইটের মাধ্যমে যে সকল তথ্য প্রদান করে হয়েছে এবং হবে সেগুলো শিক্ষা এবং তথ্য দানের উদ্দেশ্যেনির্মিত। এছাড়া যারা গতানুগতিক চিন্তা ধারার বাইরে থেকে চিন্তা করেন তাদের জন্য নির্মিত। 
২। এইটা কোন মেডিক্যালের উপদেশ নয়ঃ
আমি মেডিক্যালের কোন ডাক্তার নই। এখানে দেয়া উপদেশগুলো আপনার ডাক্তারের দেয়া ঔষধ/উপদেশের বিকল্প কোন কিছু নয়। এ সকল তথ্য ব্যাবহারের জন্য মোঃ তৌহিদুর রহমান (রনি)কে কোনভাবেই দায়ী করা যাবে না। এখান থেকে কোন আইডিয়া বা তথ্য বা পরিবর্তনের যে কোন উপদেশ বা পণ্য  গ্রহন করার পূর্বে  আপনার উচিৎ সবসময় কোন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেয়া।  
৩। নিজের দায়িত্ব নিজে গ্রহন করুন ঃ
আপনি নিজে  এই ওয়েব সাইটে  তথ্য নিতে এসেছেন এবং চেষ্টা করেছেন আমাদের সঠিক তথ্য দেয়ার । আপনি স্বীকার করছেন যে স্বপ্রণোদিত হয়ে  এই ওয়েবসাইতে দেয়া তথ্য গ্রহন করছেন এবং এগুলোকে আপনার জীবনে, পরিবারে এবং ব্যবসায় দায়িত্বশীলতার সাথে ব্যবহার করছেন। আপনি আরও স্বীকার করে নিচ্ছেন  সজ্ঞানে , নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে , নিজ দায়িত্বে এই ওয়েব সাইতে দেয়া যে কোন তথ্য ব্যবহার করবেন।
৪। কোন গ্যারান্টি নাইঃ
আমার কাজ হচ্ছে আপনাকে আপনার লক্ষ্য পৌছাতে  সাহায্য এবং সহযোগিতা  করা  কিন্তু সাফল্য সম্পূর্ণ রুপ আপনার চেষ্টা, কাজ, সততা , ঐকান্তিকতার উপর নির্ভর করবে। আমি গ্যারান্টি  দিতে কিংবা ভবিষ্যৎবানী করতে পারি না আপনি আশানুরূপ ফল পাবেন কি; পাবেন না!  প্রতিটি মানুষের সাফল্য নির্ভর করে ব্যাক্তির পরিবেশ, আত্মত্যাগ ,ইচ্ছার তীব্রতা , প্রেরণা, কাজ ইত্যাদি হাজারো অন্যান্য বিষয়ের উপর।  আপনি এসবকিছু বুঝেছেন এবং স্বীকার করে নিচ্ছেন যে প্রতিটি মানুষ আলাদা এবং ফলাফলও আলাদা হবে!
৫। ইসলামের আলেম এবং দাওয়াতির মধ্যে পার্থক্যঃ
আমি কোন ইসলামের আলেম নই , বলতে পারেন সত্যের পথে আহব্বায়ক। এখানে ইসলাম সম্পর্কিত যেসব কথা উল্লেখ করেছি তা আমার নিজস্ব অভিজ্ঞতার বিবরন। যা আমি আস্তিকতা থেকে যখন নাস্তিক হয়েছি আবার নাস্তিক থেকে যখন আস্তিক হয়েছি তখনার বর্ণনা। জীবনের ভেতর দিয়ে ইসলামকে যেভাবে পেয়েছি তাই এখানে বর্ণনা করেছি। এর মধ্যে যা কিছু সঠিক তা আল্লাহ্‌ থেকে প্রদত্ত আর যা কিছু ভুল সেগুলোর দায়-দায়িত্ব সম্পূর্ণরুপে আমার এবং শয়তানের। আমি যতদূর সম্ভব রেফারেস্ন দেয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে কেউ যদি কোন বিষয়ে প্রশ্ন করে যেগুলো আমি এখানে উল্লেখ করেছি বা করবো সেই ব্যাপারে তাহলে রেফারেস্ন সহকারে  সে সব প্রশ্নের উত্তর এবং ভেঙ্গেচুরে বিশ্লেষণ করে দেয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। আল্লাহ্‌ আমাদের সকলকে গাইড করুন এবং ধর্মকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।

Comments

Popular Post

নেশার ফাঁদ থেকে মুক্তির আধ্যাত্মিক চিকিৎসা

আত্মার ভেতর এবং বাইরের রহস্য

মাদক, ড্রাগ, নেশা- সর্বনাশা