Posts

Showing posts from May, 2018

শরীর-মন-আত্মার পরিচয়

Image
ছবি ঃ শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্ত জাইগোট   থেকে পূর্ণ বাচ্চা এই লেখাটির শেষ পর্যন্ত পড়লে যে তথ্যগুলো আপনার কাছে স্পষ্ট হবে ১। শরীর মন আত্মা কি  ? তাদের   অস্তিত্বের সূচনা ।   ২। শরীর-মন-আত্মা   কি কি ভাবে একটার থেকে আর একটা আলাদা ? ৩। শরীর  – মন- আত্মা সম্পর্কিত জ্ঞান লাভের প্রয়জনিয়তা এবং উপকারিতা   পরিবেশ  , সময় এবং সামাজিক নানান প্রথার শর্ত মেনে কোন এক শুভ ক্ষণে   আপনার, আমার এবং অন্য সকলের জন্মের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই পৃথিবীতে । ডিম্বাণু নিষিক্ত হওয়ার ৪০ দিনের মাথায়   আত্মা এসে যখন শরীরে প্রবেশ করেছিল, তখনই শুরু হয়েছিল হৃৎপিণ্ডের ডুব-ডাব শব্দ । প্রথমবারের মত টের পেয়েছিলাম আত্মা আর শরীরের   অস্তিত্ব। এর পরে   পৃথিবীতে এসে কান্নার মাধ্যমে   দেখা পেয়েছিলাম মনের । অর্থাৎ   পৃথিবীতে আসার সিরিয়াল ছিল আত্মা  – শরীর  – মন । দুনিয়াক থেকে বিদায় নেয়ার   সময়ও সিরিয়াল হবে   আত্মা-শরীর-মন। তবে স্বভাবতই   পৃথিবীতে বসবাসকালে   সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় শরীর এবং তারপর   মন  – আত্মা। যেহেতু শরীরের ভেতর দিয়