ধর্ষণের প্রকৃত কারন
ধর্ষণ কেন হয় ? ধর্ষণ করার মূল
কারন কি ? ধর্ষণের প্রবণতা কেন বেড়ে গেছে?
ধর্ষণ সম্পর্কিত নানান প্রশ্ন
মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এর প্রকৃত কারন কি করে খুঁজে
পাওয়া গেছে?
পুরুষ বাদীরা নারীদের পোশাকের দোষ
দেয়, নারীবাদীরা পুরুষের মানসিকতার দোষ দেয়! কিন্তু প্রকৃত ধর্ষণের কারন কি ধর্ষক
ছাড়া কেউ বলতে পারে? ধর্ষক ছাড়া পৃথিবীর সব মানুষ কেবল অনুমান করতে পারে কেন ধর্ষক
ধর্ষণ করেছে। কেবলমাত্র একজন ধর্ষকই বলতে পারে কেন সে ধর্ষণ করেছে । ধর্ষণের
প্রকৃত কারন জানতে পারলেই কেবলমাত্র ধর্ষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব
। ধর্ষণের প্রকৃত কারন জানতে না পারলে ধর্ষণ শুধু বেড়েই যাবে , নতুন নতুন ধর্ষক
তৈরি হবে। যারা কখনও ধর্ষণের চিন্তা ভাবনা করে নাই, তারাও ধর্ষণ করার ঝুঁকি নেবে।
মেয়েরা হয়ে যাবে অরক্ষিত। শুধু ঘরের বাইরে নয়, চার দেয়ালের মাঝেও তারা নিরাপত্তাহিনতায় ভুগবে।
তাহলে উপায় ?
একজন ধর্ষককে কি কখনও ২০-২৫ টা
সাংবাদিকের মুখোমুখি করা হয়েছে?
সে ক ি সাংবাদিকের ধারালো প্রশ্নবাণে জর্জরিত
হয়েছে?
ধর্ষণের প্রকৃত কারন নির্ণয় করতে
হলে ধর্ষকের অবচেতন মনের কারনগুলো খুঁজে বের করতে হবে, এবং এর একমাত্র উপায়
প্রশ্ন? সাংবাদিকদের ধারালো প্রশ্নবানে জর্জরিত করতে পারলেই ধর্ষকের ভেতরের চেতন
এবং অবচেতন মনের সবকিছু বের হয়ে আসবে। আমরা খুঁজে পাব ধর্ষণের প্রকৃত
কারন , মেরেয়া খুঁজে পাবে নিরাপত্তা , সমাজ হয়ে উঠবে মানুষের বসবাসের উপযোগী।
একজন সাংবাদিক ধর্ষককে যেসব
প্রশ্নবানে জর্জরিত করতে পারে যার কিছু নমুনা এমন হতে পারে
ধর্ষক মাওলানাকে প্রশ্নঃ
একজন মাওলানা হয়ে কেন আপনি ধর্ষণ করলেন?
কি কি চিন্তা আপনাকে ধর্ষণ করতে
উদ্বুদ্ধ করলো ?
কেন কোমলমতি বাচ্চাদের ধর্ষণ করার
কথা মনে জাগলো?
ধর্ষণের জন্য আপনি নিজের দোষ
দেবেন , নাকি শয়তানের দোষ দেবেন?
যখন ধর্ষণ করছিলেন তখন কি
শয়তান সম্পর্কে সচেতন ছিলেন?
আপনি সমাজের সবচেয়ে সম্মানিত
ব্যাক্তি আপনি কেন এমন গর্হিত কাজ করলেন?
আপনি শিক্ষক / মাওলানার মান
সম্মানের কথা মনে আসেনি?
যা আপনি প্রচার করেন তা আপনি
মানেন না কেন ?
ধর্মের পোশাক পরে অধর ্মের কাজ কিভাবে করলেন?
আপনার মত ধর্ষকের হাত থেকে ছোট
বাচ্চাদের বেঁচে থাকার উপায় কি?
ইত্যাদি নানান প্রশ্নবাণে তাকে
ভাজাভাজা করে দিতে হবে, তাকে লজ্জা দিতে হবে। তার ভেতরের অনুশোচনাকে জাগিয়ে দিতে
হবে। আমাদের সকলের মনে রাখতে হবে , একজন মানুষকে ২৪ ঘণ্টা পাহারা দেয়া সম্ভব নয়,
তার ভেতরের বিবেককে পাহারার দেয়ার ব্যবস্থা না করতে পারলে। নতুন নতুন ধর্ষক শুধু তৈরি হবে, ধর্ষণের কোন
প্রতিকার করা যাবে না।
ধর্ষক শিক্ষকঃ
কখন থেকে সে ধর্ষণের চিন্তা শুরু
করেছিলেন?
কেন শিক্ষার্থীকে ধর্ষণের চিন্তা করলেন?
এইটা আপনার কত নম্বর ধর্ষণ?
কিভাবে শিক্ষার্থীদের প্রলুব্ধ
করতেন আপনার শয্যাসঙ্গী হওয়ার জন্য?
বাড়ীতে বউ বাচ্চা রেখে অন্যের
বাচ্চাকে ধর্ষণের চিন্তা করতে কেমন লাগতো?
কোন কোন উপাদান গুলো ধর্ষণের চিন্তাকে বাস্তবায়ন করতে বেপরোয়া করে
তুলেছিল?
ধর্ষিত হওয়ার জন্য ধর্ষিতার কি
কোন দোষ ছিল?
তার কোন দোষ না থাকলে কেন তাকে
ধর্ষণ করলেন?
ধর্ষণ না করতে শিক্ষার আলো তাকে কি কোনভাবে বাঁধা দেয়নি?
শিক্ষক সমাজের সবচেয়ে সম্মানিত
ব্যাক্তি, এই কুকর্মের ফলে নিজের এবং অন্যান্য শিক্ষকের মান সম্মান প্রশ্নবিদ্ধ
হবে ! এই চিন্তা কি একবারও মাথায় আসেনি?
ঐ বাচ্চা মেয়েটা কি কাজ করলে আপনি
তাকে ধর্ষণ করতেন না?
ধর্ষক যখন
সাধারন মানুষঃ
কেন ধর্ষণ করলেন?
আপনি কি মাদক গ্রহন করেন?
পর্ণ দেখেন , কখন কখন দেখেন?
কখন ধর্ষণের পরিকল্পনা করলেন?
আইনের শাস্তির কথা মাথায় আসেনি?
পুলিশ আদালতের ভয় লাগে নি?
একবার ধর্ষণ করলেন আপনাকে এখন জেল
খাটতে হবে ১৪ বছর? আপনার অনুভূতি কি?
কি কাজ করলে ঐ মেয়েটা ধর্ষিত হত না?
মেয়েদের ধর্ষিত হওয়া থেকে বাচার
উপায় কি?
শুধু ধর্ষককে মাইক্রোস্কোপের নিচে
নিলেই হবে না, সমাজের যারা হর্তাকর্তা তাদেরও দায়-দায়িত্ব গুলোকে পুনরায় খতিয়ে দেখতে হবে। সুশীল সমাজের গাফলতিতে
অথবা আইনের ফাঁকফোকর দিয়ে একজন ধর্ষক যেন কোনভাবেই পার না পায় সেই দিকে সকলের নজর
দিতে হবে।
একাডেমিক বই ধর্ষণের কারন সম্পর্কিত যেসব থিউরি
পাওয়া যায় সেগুলো কি ধর্ষণ প্রকৃত
কারন উদ্ঘাটনের জন্য যথেষ্ট ? এর বাইরে কি আর কোন কারন থাকতে পারে ? ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে কেন? ধর্ষক
বেপরোয়া হয়ে উঠছে কেন? বাচ্চা মেয়ে গুলো ধর্ষণের শিকার হচ্ছে কেন? ধর্ষক যেমন
ধর্ষণের কৌশলগুলোকে পাল্টেছে , ধর্ষণের সাথে সম্পর্কিত কারন, উদ্দেশ্য ,
প্রতিকারগুলোর একাডেমীক সাজেশন কি আপডেট হয়েছে?
আইন উদ্দেশ্য কি অপরাধ প্রবনতা বাড়ানো
বর্তমান প্রচলিত আইনে ধর্ষণের
শাস্তি হিসাবে যেসব আইন প্রচলিত আছে সেগুলো কি যথেষ্ট?
যদি যথেষ্ট হয় তাহলে ধর্ষণের
প্রবণতা না কমে বাড়ছে কেন ?
একটা আইন কার্যকর কি কার্যকর না
সেটা কিভাবে বোঝা যাবে?
একটা আইনের মেয়াদ কতদিনে
উতীর্ণ কত দিনে হয়? আবার যে নতুন আইন আসবে
সেই আইন কতটুকু কার্যকর তা কিভাবে আগে থেকে বোঝা যাবে?
ধর্ষণ রোধে আইনজ্ঞদের এইসব
প্রশ্নের উত্তর খোঁজ করতেই হবে।
একটি গল্প দিয়ে এই প্রসঙ্গ শেষ
করবো-------
এক জংগলে এক জলপ্রপাতের কাছে একটি
ভেড়ার বাচ্চা পানি পান করছিল। এমন সময় এক বাঘ এসে পানি পান করলো , হটাৎ ভেড়ার বাচ্চাটাকে সে দেখতে পেল। বাচ্চাটাকে
দেখার পরই তার পেটর ক্ষুধা মোচড় দিয়ে উঠলো? পরক্ষনেই তার বিবেক তাকে বাঁধা
দিয়ে বলল এতো ছোট বাচ্চাটাকে খেয়ে ফেলবি ,
সে তো দুনিয়াই দেখেনাই?
যেহেতু বিবেক বাঘের বিপক্ষে
দাড়িয়ে গেছে সেহেতু তার মনকে বোঝানোর জন্য ওজুহাত খুঁজতে লাগলো ।
সে সরাসরি বাচ্চা ভেড়াটাকে বলল
তুই আমার খাবার পানি ঘোলা করছিস কেন ,
প্রস্তুত হয়ে যা আমি এখন তোকে খাব!
বাচ্চা ভেড়াঃ আমি কিভাবে আপনার
পানি ঘোলা করছি , আপনি তো আছেন উজানে ( উপরের দিকে আর আমি আছি ভাটিতে ( নিচের
দিকে) আমি কিভাবে আপনার পানি ঘোলা করবো?
বাঘঃ ও আচ্ছা তাই, তাহলে ১ বছর
আগে তুই পানি ঘোলা করেছিলি
ভেড়াঃ আমার বয়স ৬ মাস মাত্র আমি
কিভাবে ১ বছর আগে পানি ঘোলা করবো ?
বাঘঃ তাহলে তোর বাপ পানি ঘোলা
করেছিল , এখন তোকে মরতে হবে
এই কথা বলে বাঘ ভেড়ার উপর আক্রমণ
করলো ?
ধর্ষণের প্রকৃত কারন কিংবা আনুমানিক
কারন যাই হোক না কেন। বাচ্চা মেয়েদের ধর্ষকদের কোনভাবেই ছাড় দেয়া উচিৎ না। অভিযোগ
প্রমানিত হলেই তাদের ধরে সরাসরি ফাঁসি
দিয়ে দেয়া উচিৎ । সময় ক্ষেপণ করে এই পৃথিবীতে একটা দিনের নিঃশ্বাস তাকে নিতে দেয়া উচিৎ না। এবং দল মত
ধর্ম কোন ভাবেই এই বিষয়টিকে বিতর্কিত করা উচিৎ নয়। এদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।
Comments
Post a Comment