About Us
বিজ্ঞান, মন এবং আধ্যাত্মিকতা বিষয়ক সাংবাদিক। বিজ্ঞান সম্পর্কে জানা আমার
নেশা, সবকিছুর মধ্যে শরীর, মন এবং আত্মার সম্পর্কটুকু খুঁজে বের করা আমার পেশা। লেখনির মাধ্যমে এই তিন শক্তির সংমিলনের মাধ্যমে মানুষের ভেতরের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলাই আমার জীবনের লক্ষ্য। আমাদের সেবাসমূহের উদ্দেশ্য এবং লক্ষ্য।
উদ্দেশ্যঃ
আত্তউন্নয়নমূলক লেখা এবং ভিডিওর মাধ্যমে বাংলার মানুষকে নিজের শক্তি এবং সম্ভাবনার সাথে পরিচিত করে দেয়া। আমজনতা বিশেষ করে ছাত্র ছাত্রী দের আত্মসচেতন করে value create করা এবং যে কোন সমস্যার কম পক্ষে তিনটি সমাধান খুঁজে বের করা।
যার যা শক্তি আছে সেই শক্তির সাথে পরিচয় করে দেয়া। সেই শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। জীবনকে নিজের এবং পরিবারের জন্য উপভোগ্য করে তোলা।
লক্ষ্যঃ
শরীর, মন, আত্মার ভেতরের গিট খুলতে এবং জীবনে গতি সৃষ্টি করতে সাহায্য করা । মানুষকে অন্তর্দৃষ্টির সাথে পরিচয় করে দেয়ার মাধ্যমে, নিজেই নিজের সব সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে অনুপ্রানিত করা।
আমাদের সেবা সমূহ
১। মেণ্টরিং এন্ড কাউন্সিলিং - ক্যারিয়ার
, নেশার পথ থেকে মুক্তি, জীবনের লক্ষ্য নির্ধারণ, সম্পর্ক, মানসিক এবং আধ্যাত্মিক বিষয়ক যে কোন সমস্যায় ইতিবাচক
পরিবর্তনের জন্য পরামর্শ প্রদান। শুধুমাত্র নিজের সমস্যার জন্য যোগাযোগ করবেন ,
অন্যের সমস্যার জন্য অন্যকে যোগাযোগ করতে দিন।
২। সাফা বিদেশে
উচ্চ শিক্ষায় সকল প্রকার সহায়তা প্রদান। বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতি, পড়ার বিষয়
নির্বাচন, দেশ নির্বাচন এবং আগামী ১০ বছরের পরিকল্পনা প্রনয়নে পরামর্শ নিন।
৩। ব্যবসায়িক আইডিয়া, পরিকল্পনা, বাজেট প্রনয়ন,
বাস্তবায়ন, বাজার গবেষণা , ইত্যাদি বিষয়ে পরামর্শ।
৪। এছাড়া যে কোন প্রকার Sponsored Post
যেমন Business content writing, Ad
copywriting, Blog Writing, web copywriting, Biography writing, Religious
content writing. Psychological & Philosophical content writing এর জন্য যোগাযোগ
করতে পারেন।
৭। মেণ্টরিং, কাউন্সিলিং, বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক পরামর্শের
জন্য প্রথম সেশন ফ্রি। পরবর্তী পরামর্শের জন্য ফি ৫০০টাকা/ ঘণ্টা । ব্যবসা সম্পর্কিত সব ধরনের
পরামর্শের জন্য সকল সেশনের ফি ১৫০০ টাকা/ ঘণ্টা ।
কার্যকর পরামর্শ পাবার জন্য সব সমস্যার সমাধান এই ফর্মটি পূর্ণ করে আগে প্রেরন করুন
তারপর অপেক্ষা করুন সিরিয়ালের জন্য । আপনার জন্য নির্ধারিত সময়ে ফোন করুন। আপনার
জন্য বেঁধে দেয়া সময়ে ফোন করতে না পারলে
আগে জানিয়ে দিন। নিয়ম মেনে চলুন নিজের এবং অন্যের সময়কে কাজে লাগান।
এই ওয়েবসাইটে আপনার সমস্যার
সমাধান খুঁজে না পেলে , প্রশ্ন করুন এবং অপেক্ষা করুন। আপনার
সমস্যার সবচেয়ে লেটেষ্ট এবং কার্যকর
সমাধান খুঁজে বের করার দায়িত্ব আমার। একটি সমস্যার বিভিন্ন দৃষ্টিকোণের
চিত্র এবং তিনটি সমাধান আপনি পেয়ে যাবেন কোন প্রবন্ধে। সব সমস্যার সমাধান ফর্মটি
প্রথমে পূর্ণ করুন আশা করি সমাধান পেয়ে
যাবেন। যদি সমাধান খুঁজে না পান তবে ব্যাক্তিগত পরামর্শ পেতে ফোন করুন।
MD. TAWHIDUR RAHMAN (RONEY)
Counselor & DIRECTOR Dip in Computing and Information System. London Reading College
Counseling Advanced Level-4, Cambridge Open College. (UK)
Practical Philosophy - School of Economic Science, London (UK)
MSS in Mass Communication and Journalism. Rajshahi University
Comments
Post a Comment