আমি কে? আমি মানে কি? আমার শরীর , মন , নাকি আত্মা? প্রকৃত আমির অস্তিত্ব কোথায় ? শরীর মন আত্মার নামটা শুনেই বুঝতে পারছেন এগুলো আমাদের কত পরিচিত শব্দ! আমরা সবাই একটি করে শরীর মন এবং আত্মার অধিকারী। আপনি নাস্তিকও যদি হয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত শরীর , মন এবং আত্মার আলোচনায় আপনি এমন কিছু তথ্য, জ্ঞান খুঁজে পাবেন যা আপনাকে নতুনভাবে ভাবতে সেখাবে। আপনারা দেখতে পাবেন আমাদের জানা জগতের মাঝে কত অচেনা তথ্য বা জ্ঞান লুকিয়ে আছে! সেই সব অজানা কিছু বিষয় নিয়েই আমরা আলোচনা করবো শরীর, মন আত্মা বিষয়ক সিরিজ আলোচনায়। তবে এখানে শুধু শরীর বিষয়ে কথা বলব- পর্যায়ক্রমে মন এবং আত্মা নিয়ে আলোচনা করবো!
Comments
Post a Comment