মন কি? মন কিভাবে কাজ করে? মনের কি আলাদা কোন অস্তিত্ব আছে? মনঃ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্যকে যে সত্তা বিচার বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করে। ক্ষমতা প্রদান করে, তথ্য বড় করে অথবা ছোট করে, নানা রঙে রাঙিয়ে তোলে , গতি দেয় অথবা পেছনে টেনে ধরে, গ্রহন অথবা বর্জন করে তাকেই মন বলে । দুধ, চিনি, পানি এই তিনটি জিনিস ব্যবহার করেই হাজারো রকম মিষ্টি তৈরি করে। তেমনি চোখ, কান , নাক, জিহ্বা , চামড়ার মাধ্যমে প্রাপ্ত তথ্য দিয়েই মন হাজার , লক্ষ, কোটি কোটি জিনিস বানায় । পৃথিবীতে মানুষের তৈরি যা কিছু আছে তার প্রত্যেকটি প্রথমে মনের ভেতরে তৈরি হয়েছে তারপর বাস্তব দুনিয়াই এসেছে। মনের গবেষণাগারে যেমন বস্তু তৈরি হয় তেমনি আমাদের দুনিয়াকে সুন্দর, মধুময়, প্রশান্তিময় করার জন্য আবেগ তৈরি হয়। শুধু যুক্তি দিয়ে কিংবা যুক্তির উপর ভর করে পৃথিবী তৈরি হলে দুনিয়া এতো সুন্দর হত না, আবেগই পৃথিবীকে সুন্দর করে , পৃথিবীতে দৃশ্যমান সমস্ত আবেগ মনের ভেতরে সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment