নেশার ফাঁদ থেকে মুক্তির আধ্যাত্মিক চিকিৎসা
"You'll never know a thing without learning it from someone else." ----- Unknown যে কোন প্রকার সমস্যা অথবা ফাঁদ থেকে বের হয়ে আসার উপাই হচ্ছে সেই ফাঁদটিকে বিশ্লেষণ করা, জানা এবং বোঝা। ভেতর এবং বাইরে থেকে যে কোন সমস্যার কারন ধরতে পারলে, এর থেকে বের হওয়া সহজ হয়। মাদক যেহেতু শরীর, মন, আত্মাকে একই সাথে আক্রমণ করে এবং অন্ধকারের কালো চাদরে আচ্ছন্ন করে রাখে। তাই নেশার অন্ধকার থেকে মুক্ত হতে একটি আত্মিক বা আধ্যাত্মিক আলোর দরকার পড়ে। মাদকের কবল থেকে সাময়িক মুক্তি যে কোন ভাবে সম্ভব তবে স্থায়ীভাবে মুক্ত হতে হলে আত্মার বা আধ্যাত্মিকতার পথের কোন বিকল্প নাই। কারন আধ্যাত্মিকতার পথ হচ্ছে - আলোর পথ, চীরতরে নেশার জগতকে বিদায় জানানোর পথ, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবনের পথ। এখানে নেশার ফাঁদ থেকে মুক্তি পাওয়ার কিছু আধ্যাত্মিক চিকিৎসার কথা বলবো, যেগুলো প্রয়োগ করে ইতিহাসে হাজার হাজার মানুষ মুক্তি পেয়েছে এবং আমি নিজে নেশার কবল থেকে মুক্ত হতে পেরেছি; আশাকরি আপনিও ...