Posts

Showing posts from March, 2018

নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় মনোবিজ্ঞান

Image
সময়ের সাথে দুনিয়া এগিয়ে যাচ্ছে । যদিও প্রযুক্তির উৎকর্ষতার দিকে তাকালেই এগিয়ে যাওয়ার তৎপরতা চোখে পড়ে। তবুও অর্থনীতি, রণনীতি  , রাজনীতি, কূটনীতি আরও যত সব নীতি আছে, সবতাতেই   লেগেছে অগ্রগতির হাওয়া । উন্নতিরসাথে সাথে পৃথিবী মুখোমুখি হচ্ছে   নতুন সব চ্যালেঞ্জের  , যার বেশিরভাগ মানুষের সৃষ্ট এবং বাদবাকি প্রাকৃতির। যেমনঃ চিকিৎসা বিজ্ঞানের দিকে তাকালে আমরা দেখতে পাবো   নিত্যনতুন চিকিৎসা ব্যবস্থা সাথে নতুন ঔষধের নাম । আবিষ্কৃত চিকিৎসা ব্যবস্থার সাথে   সাথে    রোগ জীবাণুও   নিজেদের এগিয়ে নিয়ে   যাচ্ছে, অচেনা সব   রোগেরসৃষ্টি করছে । অর্থাৎ মানুষ   এবং তার প্রতিপক্ষ   দুজনেই সমানে সমান! এগিয়ে চলেছে তালে তাল মিলিয়ে । এই সবকিছুর অর্থ হচ্ছে আমাদের   সম্মুখে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে যার নাম আগেকখনও শোনা যায়নি যে সমস্যার অস্তিত্ব মানুষ কখনও কল্পনা করেনি। পৃথিবীতে একজন মানুষও এই চ্যালেঞ্জের মুখোমুখি না হয়ে দূরে থাকতে পারবে না। কোন না   কোন ভাবেই প্রতিটি মানুষকে  , তার অস্তিত্বকে  , তার ভীতকে নাড়া দেবেই এ...